দুর্ঘটনা প্রতিরোধে যৌথ সমন্বয়ে কাজ করবে পটুয়াখালীর প্রশাসন
দুর্ঘটনা প্রতিরোধে যৌথ সমন্বয়ে কাজ করবে পটুয়াখালীর প্রশাসন। আজ রোববার (২২ অক্টোবর) সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আলোচনা সভায় এ কথা বলা হয়। এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা ও আলোচনায় অংশগ্রহণ করে সড়ক ও জনপদ বিভাগ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মরিয়ম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।
এসময় জেলা প্রশাসক বলেন, ‘সড়ক দুর্ঘটনা হয় মূলত ওভার স্পিড, ওভার টেকিং, ওভার লোড এই তিনটি কারণে। এই তিনটি বিষয় রোধ করতে পারলে সড়কে দুর্ঘটনা এড়ানো সম্ভব। পাশাপাশি সন্তানদের মটরযান তুলে দেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হওয়া উচিত। এতে করে সড়ক দুর্ঘটনা কমে আসবে নিরাপদ হবে সড়ক।’ এ ছাড়া পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিআরটিএ এবং সড়ক বিভাগ যৌথ ভাবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কাজ করছেন বলেও জানান তিনি।
সভায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, বিআরটিএর সহকারী পরিচালক মো. মাহফুজ হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।