নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন নিয়ে সংসদে যে তথ্য দিলেন আইনমন্ত্রী
নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠার চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে আইন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ আজ সোমবার (২৩ অক্টোবর) জাতীয় সংসদে তোলা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে সংসদে বিলটি উপস্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। পরে তা পরীক্ষা করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
আনিসুল হক বলেন, ‘এ ব্যাংকটি ব্রিকস গোষ্ঠী থেকে করা হচ্ছে। এটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংকে যারা সদস্য হবেন তারা এখান থেকে ঋণ নিতে পারবেন।’ তিনি বলেন, ‘সদস্য হওয়ার পরই সেই ঋণটা নিতে পারব। সেই জন্যই এ আইনটা পাস করা অত্যন্ত জরুরি, সে জন্যই এ বিলটি আনা হয়েছে।’
মন্ত্রী বলেন, ব্রিকসের দেশগুলো হচ্ছে—ব্রাজিল, রাশিয়া, চীন, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এ ব্যাংকের প্রেসিডেন্ট আগে ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। এটা বহুজাতিক ব্যাংক, সেই জন্যই এ আইনটা অত্যন্ত প্রয়োজন। ব্যাংকটির নতুন যাত্রা সঙ্গেই যেন আমরা থাকতে পারি এবং সুবিধাগুলো যেন আমরা পাই। সুবিধা পাওয়ার রাস্তাটাও পরিষ্কার হয়ে গেছে।