ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলের দুই তদন্ত কমিটি
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় দুটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানায় রেলপথ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করেছে। ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন—ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকমেটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগনাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।
চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন–রেলওয়ের সিওপিস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার, আরমান হোসেন, সিএসপি তুষার ও চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।
এর আগে, বিকেল ৩টা ৫০ মিনিটে আন্তনগর এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাত সাড়ে ৮টা পর্যন্ত তারা ২২টি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন।
এদিকে, কিশোরগঞ্জ জেলা প্রশাসন আরও একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানা গেছে।