রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু
বাগেরহাটের রামপালে অবস্থিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে ওই ইউনিটটির উৎপাদন শুরু হয়।
৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে যাওয়ার সঙ্গে সঙ্গেই জাতীয় গ্রিডে সরবরাহ করা হয় ৪০০ মেগাওয়াট। আর বিকেলে ইউনটিটি থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। এ ছাড়া প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে ৩৮০ মেগাওয়াট বিদ্যুৎ।
এসব তথ্য নিশ্চিত বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম। তিনি বলেন, ‘আজ ভোর ৪টার দিকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। উৎপাদনে যাওয়ার পরই উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।’
বাংলাদেশ-ভারত যৌথ বিনিয়োগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র প্রজেক্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরপর ২০১২ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও ভারতের এনটিপিসি লিমিটেডের মধ্যে এর নির্মাণ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে শুরু হয় এ তাপ বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ কাজ।
নির্মাণ কাজ শেষে ২০২২ সালের ১৭ ডিসেম্বর তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যায়। এরপরে কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট চালু রয়েছে।