গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই ব্যবসায়ীসহ তিনজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফপাড়ায় এবং একই উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর ব্রিজের উপর এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আজ ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের শরীফপাড়ায় জি এস পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও মাছভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৬) ও পিকআপচালক শফিক শেখ (২৫) নিহত হন। তাঁদের বাড়ি জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামে। তাঁরা হলেন কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের বিরামের কান্দি গ্রামের ফজল আলী শেখের ছেলে পিকআপচালক শফিকুল ইসলাম শফিক শেখ (২৫) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে মাছ ব্যবসায়ী লায়েক শেখ (৪৬)।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলায় মাছভর্তি একটি পিকআপ ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী জি এস পরিবহণের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক শফিক শেখ ও মাছ ব্যবসায়ী লায়েক শেখ নিহত হন। এ ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও পিকআপের অংশ বিশেষ কেটে লাশ দুটি এবং আহতদের উদ্ধার করে। পরে মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এরপর তাঁরা প্রায় আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করেন।
আহত মোশাররফ (৫০) নামে একজনকে অবস্থার অবনতি হলে খুলনায় পাঠানো হয়। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত মোশাররফের বাড়ি খুলনা শহরের টুথপাড়ায়।
হাইওয়ের পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আরব আলী জানান, মরদেহ দুটি স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে সকালেই হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ক্রেনের সাহায্যে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পে নেওয়া হয়েছে।
নিহত লায়েক আলী শেখের চাচাতো ভাই মো. মোক্তার শেখ জানান, লায়েক শেখ মাছের ব্যবসা করেন। তিনি এলাকায় মাছ চাষ করে ঢাকা, ভাঙ্গা, ভাটিয়াপাড়াসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত সরবরাহ করতেন।
অপরদিকে সদর উপজেলার ঢাকা খুলনা মহাসড়কে বেলা ১টার দিকে পাটবোঝাই একটি নসিমন কাশিয়ানী উপজেলার দিকে যাওয়ার সময় হরিদাসপুর ব্রিজের উপর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পাট ব্যবসায়ী হাবিবুর রহমান ফকির (২৭) ও নসিমনচালক আলম মুন্সী (৩৫) মারাত্মক আহত হন। সংকটজনক অবস্থায় দুজনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমান ফকিরকে মৃত ঘোষণা করেন। ডান পা ভাঙা আহত আলম মুন্সিকে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পট ব্যবসায়ী হাবিবুর রহমান ও আহত আলম মুন্সির বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সিরাজুল ইসলাম দুর্ঘটনা ও পাট ব্যবসায়ীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।