সমাবেশের বিকল্প দুটি স্থানের নাম দিয়েছে আ.লীগ
আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য আওয়ামী লীগের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের বিকল্প দুই স্থানের নাম চেয়েছে পুলিশ। বিকল্প স্থান হিসেবে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নাম দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মির্জা আজম।
মির্জা আজম বলেন, ‘আমরা নতুন দুটি নাম দিয়েছি। সেগুলো হলো ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ।’
এর আগে বুধবার (২৫ অক্টোবর) বিকল্প দুটি স্থানের নামসহ সাতটি তথ্য চেয়ে আওয়ামী লীগকে চিঠি দেয় পুলিশ। গত ২০ অক্টোবর সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
সমাবেশের অনুমতির আবেদনের জবাবে পাল্টা চিঠি দেয় পুলিশ। চিঠিতে লোক সমাগমের সময়, সংখ্যা, বিস্তৃতিসহ বিভিন্ন তথ্য চেয়েছে পুলিশ। পাশাপাশি জননিরাপত্তাজনিত কারণে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়া না গেলে কোথায় হতে পারে এমন বিকল্প দুটি নাম চেয়েছে।