গোপালগঞ্জে উপজেলা বিএনপিনেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা বিএনপিনেতা নান্নু দাড়িয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিনগত গভীর রাতে কোটালীপাড়া থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাঁকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে নান্নু দাড়িয়াকে গ্রেপ্তার করা হয়।
নান্নু দাড়িয়া কোটালীপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামের মৃত নজরুল ইসলাম দাড়িয়ার ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বিএনপিনেতাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, এলাকায় কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির জেরে তাঁকে গতকাল রাত ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি কার কার সঙ্গে তর্ক-বিতর্ক করেছেন তা জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা।
এদিকে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান বলেন, ‘আমাদের শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে এই বিএনপিনেতাকে তার বাড়ি থেকে রাতে ঘুম থেকে তুলে গ্রেপ্তার করা হয়। মূলত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে বাধাগ্রস্ত করতেই পুলিশের এই হয়রানি। নান্নু দাড়িয়ার বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ না থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই নেতাকে গ্রেপ্তারের নিন্দা জানাই। আজ বিকেল ৩টায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।