শেখ হাসিনা ক্ষমতায় না এলে দেশ অন্ধকারে চলে যাবে : প্রাণিসম্পদমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ক্ষমতায় না এলে দেশ অন্ধকারে চলে যাবে বরে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধনের সময় আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি এ মন্তব্য করেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘শেখ হাসিনা না আসলে দেশ আবার অন্ধকারে চলে যাবে। আবার দুর্নীতি শুরু হবে। সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়ে উঠবে। যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের পতাকা ফেলে দেবে।’
মন্ত্রী বলেন, ‘আমরা আর চাই না, যুদ্ধাপরাধীরা ক্ষমতায় যাক। দুর্নীতিবাজরা আবার লম্ফ ঝম্ফ দিক। আমরা চাই না, দুর্নীতিবাজ তারেক জিয়ার দল আবার ক্ষমতায় আসুক। এজন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে শ ম রেজাউল বলেন, ‘দলের ভেতরে কোনো বিভাজন করা যাবে না। মান অভিমান থাকতে পারে, তবে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।