ময়মনসিংহে বিএনপির ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহে দলটির কমপক্ষে ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) কাছ থেকে এ তথ্য জানা যায়।
জেলার ১১টি থানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মুক্তাগাছায় সাত, নান্দাইলে পাঁচ, ভালুকায় পাঁচ, ত্রিশালে তিন, গৌরীপুরে তিন, ফুলবাড়ীয়ায় দুই, ফুলপুরে দুই, হালুয়াঘাটে এক, ধোবাউড়ায় এক, তারাকান্দায় এক ও গফরগাঁওয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের সাম্প্রতিক বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকান্দ সাংবাদিকদের জানান, গত রাতে নগরীর গোলপুকুরপাড়, নতুনবাজার ও শম্ভুগঞ্জ ব্রিজ এলাকা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম ও মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহাগ এবং নেত্রকোনা জেলা বিএনপির ১০ নেতাকর্মী। তাঁদের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।