খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আ.লীগ নেতাকর্মীরা
নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরইমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতারা সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন। একইসঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরাও।
আজ শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে শান্তি ও উন্নয়ন সমাবেশের মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এর আগে সমাবেশস্থলে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ কয়েকজন নেতা।
মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের একাংশ। বেলা ১০টার দিকে মিছিল নিয়ে আসেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হবে।
দলীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের আসতে বলা হয়েছে সকাল ১১টায়। আওয়ামী লীগের ঢাকার দুই মহানগরের অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। একইসঙ্গে গাজীপুর, কেরাণীগঞ্জ, সাভার, আশুলিয়া, ধামরাই, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জসহ আশপাশের জেলা এবং উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেবেন এই সমাবেশে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে পাড়া-মহল্লায় অবস্থান নেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।