পুলিশ-বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র কাকরাইল-বিজয়নগর, বিজিবি মোতায়েন
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রাজধানীর কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থেমে থেমে সাউন্ড গ্রেনেডের বিকট শব্দ শোনা যাচ্ছে। নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, শান্তিনগর, পল্টন ও তোপখানা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাকরাইল মোড়ে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। রাজধানীর কাকরাইলে টানা রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ছে পুলিশ। বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, ছুঁড়তে ছুঁড়তে হোটেল রাজমণি ঈশা খাঁর মোড়ের দিকে এগোচ্ছে। বিএনপির নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে।
আজ শনিবার দুপুর ১টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় কিছু দুষ্কৃতকারী কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনের মোড়ে পুলিশ বক্সেও আগুন দিয়েছে। সেটি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ করছে। কাকরাইল মোড়ে দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’
ঘটনাস্থল থেকে দেখা যায়, বিজিবির কয়েকটি গাড়িতে করে সংস্থাটির সদস্যরা আসে সদর দপ্তর থেকে। তবে, এ ঘটনা নিয়ে বিজিবির কোনো সদস্য কথা বলেননি।