বিএনপি নেতা আমীর খসরুকে বাসায় না পেয়ে চলে গেল পুলিশ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসা আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই ঘেরাও করে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এসময় তাকে বাসায় না পেয়ে ফিরে গেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ। রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে নিয়ে যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
এদিকে, গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন। পরে দলের পক্ষ থেকেও সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে হরতালের বিষয়টি নিশ্চিত করা হয়।