পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় দুজন গ্রেপ্তার
বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় নিহত পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) তাদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন আজ বিকেল পৌনে ৩টার সময় এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
মো. ফারুক হোসেন বলেন, ‘গ্রেপ্তার দুজনের একজন শামীম রেজা। তিনি গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক। আরেকজন মো. সুলতান। তাকে ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।’
এদিকে রোববার দুপুর পৌনে ২টায় রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে নিহত কনস্টেবল আমিরুলের জানাজা শেষে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, আমরা গাইবান্ধা থেকে একজন ও ঢাকার ডেমরা থেকে একজনকে গ্রেপ্তার করেছি। খোঁজ নিয়ে ও জিজ্ঞাসাবাদে জানা গেছে- দুজনই বিএনপির রাজনীতিতে জড়িত। তাদের বিভিন্ন সময় মিছিল মিটিংয়ে দেখা গেছে।
কমিশনার বলেন, কনস্টেবল আমিনুল ইসলাম পারভেজ পুলিশের গর্বিত সদস্য। তাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার মৃত্যু নিশ্চিত করার পরও কীভাবে তাকে লাথি দেওয়া হয়েছে—যা তাকে শুধু অপমান নয়, পুরো পুলিশ বাহিনীকে অপমান করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে কনস্টেবল পদে কাজ করতেন। তার বাবার নাম সেকান্দার। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর থানার বাসিন্দা।