বিএনপি তাদের প্রতিক্রিয়াশীল মনোভাব প্রকাশ করেছে : পরশ
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিল তখনও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সারা বিশ্ব তাদের চিনেছে। এমন কি দুর্নীতিতে তারা পাঁচ বার চ্যাম্পিয়ন ছিল। বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রতিক্রিয়াশীল মনোভাব প্রকাশ করেছে। পুলিশ বাহিনী, সাংবাদিক ও বিচার বিভাগ তাদের পুরোনো শত্রু।
আজ রোববার (২৯ অক্টোবর) বিএনপির হরতালের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সংসদীয় আসনভিত্তিক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন যুবলীগ চেয়ারম্যান। রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরশ বলেন, গতকাল (শনিবার) কেউ কেউ রাজনৈতিক কর্মী হিসেবে আমরা রাজপথে ছিলাম, কেউ কেউ নিজের পেশাগত কাজে কাল রাজপথে বের হয়েছিল। আমরা সবাই রাতে নিজ নিজ বাসায় ফিরেছি শুধু আমাদের পুলিশ ভাই বাসায় ফিরতে পারেননি, ফিরতে পারেননি তার পরিবারের কাছে। বিএনপি-জামায়াত কর্তৃক নৃশংসভাবে পুলিশ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। গতকালকের ঘটনার মাধ্যমে বিএনপি-জামায়াতের পুরোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বের হয়ে আসছে।
ফজলে শামস পরশ বলেন, সাংবাদিকদের তারা টার্গেট করে কারণ, সাংবাদিকরা জনগণের সঙ্গে রাজনীতিবিদদের সেতুবন্ধন হিসেবে কাজ করে। সাংবাদিক ভাইয়েরা আমাদের সাধারণ জনগণের মুখপাত্র, তাই তারা বারবার সাংবাদিকদের ওপর আঘাত হানে। বর্তমানে পুলিশ বাহিনী তাদের চোখের শুল কারণ, তারা পুলিশ বাহিনীকে কোথায় রেখে গিয়েছিল। কিন্তু আজ পুলিশ বাহিনী গর্বের সঙ্গে এ দেশে জঙ্গিবাদ নির্মূল করার মাধ্যমে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। তারা একটা জঙ্গি রাষ্ট্র রেখে গিয়েছিল। আজ সেই জঙ্গিবাদ এই দেশে থেকে প্রায় চিরতরে নির্মূল।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের মানুষ, শিশুরা নিরাপদে বাসায় ঘুমাতে পারে। পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিএনপি-জামায়াত বারবার পুলিশ বাহিনীর ওপর আক্রমণ করে। আর বিচার বিভাগকে আঘাত করা তাদের পুরোনো চরিত্র। আমরা ২০০৫ সালের ১৭ আগস্ট ভুলে যাইনি। সেই সিরিজ বোমা হামলায় তারা কিন্তু প্রেসক্লাব এবং বিচারালয়েও টার্গেট করেছিল। বিচারালয়ে তারা বোমাবাজি করে, যেন বিএনপি-জামায়াতের অত্যাচারের রায় তারা দিতে না পারেন।