গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিল দুর্বৃত্তরা
গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহণের একটি বাসে আজ সোমবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে অগ্নিসংযোগ করা হয়। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ফাহিম আশজাজ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে ভাওয়াল বদরে আলম কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে আট থেকে ১০ জনের একটি দল পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে। এরপরেই ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় তারা। স্থানীয়রা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, এর আগে বাসটির কিছু অংশ পুড়ে যায়।
কে বা কারা কি কারণে এই আগুন লাগিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, কোনাবাড়ি থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহণের একটি বাস যানজটে পড়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়েছিল। ওই সময় গাড়িতে তিনজন যাত্রী ছিল। হঠাৎ, আট থেকে ১০ জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
বাসন থানার ওসি বলেন, ‘বাসে থাকা চালক ও যাত্রী দ্রুত নেমে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা আগুন লাগিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’