বিএনপির আইনজীবীদের মিছিলে পুলিশের বাধা
অবরোধের সমর্থনে বিএনপির আইনজীবীদের মিছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হতে দেয়নি পুলিশ। এ সময় বিএনপির আইনজীবীদের সঙ্গে তর্কবিতর্ক হয় পুলিশের। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সেখানে বিএনপির আইনজীবীরা বলেন, নির্দলীয় সরকারের দাবি আদায় না হওয়ার পর্যন্ত আন্দোলন চলবে। সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমন পীড়ন করছে।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তার সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন বিএনপি আইনজীবীরা। পরে হরতালের সমর্থনে মিছিল করেন দলটির আইনজীবীরা। মিছিলটি মাজার গেট দিয়ে বের হওয়ার চেষ্টা করলে আটকে দেয় পুলিশ।
এ সময় পুলিশের সঙ্গে বিএনপির আইনজীবীদের তর্কবিতর্ক হয়। পুলিশ আইনজীবীদের উদ্দেশ্যে বলে, দেশে গণতন্ত্র আছে, আপনারা ফিরে যান। পরে পুলিশের অনুরোধে কর্মসূচি শেষ করেন বিএনপির আইনজীবীরা।
সারা দেশে চলছে বিএনপি, জামায়াতসহ বিরোধীদলগুলোর ডাকা ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ। সোমবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা তাদের।
২৮ অক্টোবরের সমাবেশে হামলা, একদফা দাবি আদায় এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ডাক দেয় বিএনপি। একই কর্মসূচি ঘোষণা করে জামায়াতও। এছাড়া সরকার পতনের যুগপৎ আন্দোলনে যুক্ত সমমনা জোট ও অন্য দলগুলোও আলাদাভাবে অবরোধ পালন করবে।