দ্বিতীয় দিনের মতো চলছে বিরোধীদের অবরোধ
আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিরোধী দলগুলোর ডাকা অবরোধ আজ বুধবার (১ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো চলছে। গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের সড়ক, রেল ও নৌপথের অবরোধ চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।
বিরোধী দলীয় নেতাকর্মী হত্যা, নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে হামলা এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানায় বিএনপি।
এ ছাড়া সরকারের পদত্যাগ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন তদারকির জন্য নির্দলীয় নিরপেক্ষ প্রশাসন গঠনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত একযোগে অবরোধ পালন করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিএনপি-জামায়াত ছাড়াও ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমন্বয় জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে এ কর্মসূচি পালন করছে।
যেমন গেল অবরোধের প্রথম দিন
প্রায় আট বছর পর সরকারবিরোধী দলগুলোর ডাকা এই অবরোধে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে সংঘর্ষ। বিএনপি-পুলিশ সংঘর্ষে ঘটেছে হতাহতের ঘটনা। মঙ্গলবার রাত পর্যন্ত কিশোরগঞ্জে দুজন, সিলেটে একজন নিহতের তথ্য পাওয়া গেছে। এই জেলা দুটি ছাড়াও আলোচনায় ছিল ঢাকা, নারায়ণগঞ্জ, বগুড়া, সাতক্ষীরা।
৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন এনটিভি অনলাইনের নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য থেকে যেসব ঘটনা জানা গেছে :
ঢাকা বিভাগ
অবরোধের সমর্থনে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এ ছাড়া বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় অবরোধের সমর্থনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে দলটির নেতারা।
এর মধ্যে ঢাকায় মঙ্গলবার সকালে সাইনবোর্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহঅর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রমুখ।
একই সময়ে রাজধানীর কাঁটাবনে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। মিছিলে নিউমার্কেট বিএনপি ও অঙ্গ সংগঠন এবং ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। মিছিলটি হাতিরপুল থেকে শুরু হয়ে কাঁটাবন ঘুরে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।
আগারগাঁওয়ে কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে মিছিল করেছে কৃষক দল। গতকাল সকাল ১০টার দিকে যাত্রাবাড়ীতে নবী উল্লাহ নবীর নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা। একই সময়ে বিজয়নগর সড়কে শাহবাগ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। এ ছাড়া সকালে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সহসভাপতি নাছির উদ্দীন নাছিরের নেতৃত্ব খিলগাঁও এলাকায় অবরোধের সমর্থনে মিছিল হয়েছে ।
এ ছাড়া ভোর থেকেই রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও, মহাখালী, বনানী, পল্টন-বিজয়নগর, বকসিবাজার, ডেমরা, মাতুয়াইল, শনির আখড়া, বাসাবো, মালিবাগ, আগারগাঁও, শ্যামলী, ধানমন্ডি ১৫, নতুন বাজার, বাড্ডা, রামপুরা, লালবাগ, দৈনিক বাংলা, পীরজঙ্গী মাজার, মিরপুর মাজার রোড, পল্লবী ইস্টার্ন হাউজিং, শ্যামপুর, কদমতলী, মুগদা এলাকায় রাস্তা অবরোধ রাখে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার সময় অবরোধের সমর্থনে পল্টনে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।
কিশোরগঞ্জের কুলিয়ারচরের পুলিশের গুলিতে বিএনপির দুই কর্মী নিহত ও গুলিবিদ্ধ হয়েছেন অনেকে। মাতুয়াইলে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এ সময় চারটি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৩২ জনকে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মতিন ও কনস্টেবল নজরুলসহ অর্ধশতাধিক বিএনপি-আওয়ামী লীগকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ সদস্য নজরুলের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া সংঘর্ষের সময় একাধিক বাস ও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের পাঁচরুখী এলাকায় মহাসড়কে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়।
রাজশাহী বিভাগ
বিএনপি-জামায়াতের দখলে ছিল বগুড়া-ঢাকা-রংপুর মহাসড়ক। মঙ্গলবার সকাল ৭টা থেকে মাটিডালি বিমান মোড় এলাকায় বিএনপির কয়েকশ নেতাকর্মী মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুরো রাস্তায় কোনো ধরনের দূরপাল্লার বাস-ট্রাক যাতায়াত করতে দেখা যায়নি। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে সেখানে অবস্থান নিয়েছিলেন অন্যান্য নেতাকর্মীরা। অপরদিকে, শহরতলী এলাকা চারমাথা, তিনমাথা, সাবগ্রাম, বাঘোপাড়া, এরুলিয়া এলাকায় জামায়াতের নেতৃত্বে রাস্তায় অবস্থান নেয় নেতাকর্মীরা।
পাশাপাশি পুলিশ, বিজিবির স্পেশাল টিম সড়কগুলোতে টহল দিলেও কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। এদিকে, মহাসড়ক যান চলাচল শূন্য হওয়ায় শতশত মানুষ হেঁটে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করে। নারী, শিশু এবং বয়স্ক মানুষ খুব প্রয়োজন ছাড়া বের হয়নি।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, ‘দলীয় নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে শান্তিপূর্ণ অবরোধ করা হয়।’
খুলনা বিভাগ
খুলনায় অবরোধের প্রথম দিনে জামায়াতে ইসলামী ঝটিকা মিছিল করে। তবে, বিএনপিকে তেমন সক্রিয় দেখা যায়নি। এদিন খুলনা জেলা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার রুটে বাস চলাচল করেনি। তবে, আন্তজেলায় বাস চলেছে। যদিও যাত্রী কম থাকায় সময়মতো ছাড়েনি সেগুলো। খুলনা থেকে ঢাকাসহ অন্যান্য রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে। বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান ছিল।
বরিশাল বিভাগ
বরিশালে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিন বিকেলে বিক্ষোভ ও টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি নেতাকর্মীরা। নগরের লাকুটিয়া সড়কে নগর দলটির নেতাকর্মীরা এই বিক্ষোভ করেন।
অবরোধের প্রথম দিন লঞ্চ-বাস চলাচল স্বাভাবিক ছিল। তবে, যাত্রী সংখ্যা কম থাকায় অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক দূরপাল্লার বাস ও অভ্যন্তরীণ রুটের লঞ্চ ছেড়েছে। মোড়ে মোড়ে পুলিশসহ আইন শৃংখলা বাহিনী ছিল সতর্কাবস্থানে। এ ছাড়া অবরোধের আগে সোমবার দিনগত রাতে মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহা. বাবরসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, স্বাভাবিক নিয়মে বরিশালে যানবাহন চলছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সতর্কাবস্থানে আছে।
সিলেট বিভাগ
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকেটিংয়ের সময় যুবদলনেতা দিলু আহমদ জিলুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। তার মৃত্যুতে আজ বুধবার সেখানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা যুবদল। দিলু আহমদ জিলু গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
অবরোধের প্রধম দিন যুবদলনেতা জিলুর মৃত্যুর প্রতিবাদে সন্ধ্যায় সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। নগরীর তাঁতিপাড়া থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার অগ্রগামী স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ প্রমুখ।
রংপুর
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিনে রংপুর থেকে দূরপাল্লা ও আন্তজেলার বাস চলাচল ছিল কম। তবে, চলেছে ব্যাটারিচালিত অটোরিকশা। রংপুর রেলস্টেশন হয়ে চলাচল করেছে ট্রেন।
ময়মনসিংহ
ময়মনসিংহে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর টানা তিন দিনের অবরোধ পালন হয়েছে। মঙ্গলবার সকালে অবরোধ চলাকালে ময়মনসিংহ শহরের পাটগুদাম এলাকায় মিছিল করে তারা।
বিএনপির সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দের নেতৃত্বে মিছিল পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নেতাকর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন।
অবরোধের মধ্যে স্বল্প সংখ্যক দূরপাল্লার বাস, ট্রেন চলাচল ও ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। টহলে ছিল র্যাব-বিজিবি ও পুলিশ সদস্যরা।