ময়মনসিংহে প্রিন্সসহ বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
নাশকতা সৃষ্টি, পুলিশের কাজে বাধা এবং সরকারি বাস ভাঙচুরের অভিযোগে বিএনপির সাংগাঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীর নামে মামলা করেছে ময়মনসিংহের কোতয়ালি মডেল থানা পুলিশ। মামলার অন্যান্য আসামির মধ্যে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহাব আকন্দ ও মাহাবুবও (৫০) রয়েছেন।
কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
এ বিষয়ে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম অভিযোগ করে বলেন, ‘পুলিশ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরকে গায়েবি মামলায় আসামি করেছে। ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মহানগর ছাত্রদলের সেক্রেটারি তানভীর আহমেদ রবিন (৩০), জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানাকে (৩০)।’
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি করেন বিএনপির এই নেতা।
মামলার অপর আসামিরা হলেন—জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শুক্কুর মাহমুদ ববি (৫২), মহানগর বিএনপির সদস্য রতন আকন্দ (৪৮), জেলা যুবদলের সভাপতি রুকনুজ্জামান রুকন (৪৩), মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল (৩২), মহানগর ছাত্রদলের সেক্রেটারি তানভীর আহমেদ রবিন (৩০), জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান (৩০), মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইস (৩৫), মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল (৩৭), মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী (৪২), মাহবুব হোসেন (৪৫), কাজি ইনসান (৩৫), মিনহাজুল আবেদীন রাসু (৪০), মুকসেদ (৫০), রনি (৪০), বুলবুল আহমেদ সজীব (৩৩), শফিকুল ইসলাম শিপু (৩৬), শেখ নুরে আলম সিদ্দিকী আলম (৪৫), গোবিন্দ রায় (৩৩), মাহমুদুল হাসান শান্ত (৩৪), নাজমুল হক (৩২) ও হাবিবুর রহমান ওরফে হবি (৪৬)।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম মাহবুবুল আলম আরও বলেন, ‘আজ (মঙ্গলবার) সকালে হাজারো নেতাকর্মী শহরের পাটগুদাম এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করেন। এ কারণেই তাদের বিরুদ্ধে গায়েবি মামলাটি করেছে পুলিশ।’
এ বিষয়ে ময়মনসিংহের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাদেরকে আসামি করা হয়েছে। এটি গায়েবি মামলা নয়।’