কিশোরগঞ্জে চলেনি দূরপাল্লার কোনো যানবাহন
কিশোরগঞ্জে অবরোধ কর্মসূচির প্রথম দিন তিনজন নিহত হয়। এর প্রতিবাদে আজ বুধবার (১ নভেম্বর) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করে জেলা বিএনপি। জেলা বিএনপি ঘোষিত অর্ধ দিবস হরতাল ও কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনেও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি।
আজ সকালে হরতাল ও অরোধের পক্ষে মিছিল ও পিকেটিং হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জেলা শহরসহ কিশোরগঞ্জ-ময়মনসিহ ও কিশোরগঞ্জ-ভৈরব সড়কে অবরোধ সৃষ্টি করে মিছিল করেছে। একটি মিছিল থেকে শহরের তেরিপট্টি এলাকায় একটি কাভার্ড ভ্যান ভাঙচুর করা হয়। অপর একটি মিছিল থেকে খিলপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।
হরতাল ও অবরোধ কর্মসূচির কারণে গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে আজএ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল কুলিয়ারচরে অবরোধ কর্মসূচি চলাকালে দুই বিএনপির কর্মী পুলিশের গুলিতে নিহত হয়। ভৈরবে পুলিশের গুলিতে আহত এক বিএনপিনেতার মারা যায়।
কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম জানান, দলের নেতাকর্মী ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরতাল পালিত হয়েছে। কেন্দ্র ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।