অবরোধের প্রতিবাদে যুবলীগ, ছাড়েনি দূরপাল্লার কোনো বাস
জামালপুরে ঢিলেঢালা ভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয়দিন। শহরের দুটি বাস টার্মিনাল থেকে আজ বুধবার (১ নভেম্বর) দুরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন ও অন্যান্য যানবাহন চলাচল।
অপর দিকে আজ দুপুরে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসংযোগ-নৈরাজ্যের প্রতিবাদে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ করেছে জেলা যুবলীগ।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রয়েছে, স্বাভাবিক রয়েছে সব কাজকর্ম।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াত টানা তিন দিনের এ অবরোধ ঘোষণা করে। প্রথম দিন সকালে বিএনপির নেতাকর্মীরা মিছিল করলেও দ্বিতীয় দিনে মাঠে নেই তারা।
আজ দুপুরে শহরের দয়াময়ী মোড়ে আয়োজিত সমাবেশে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী। এ ছাড়া সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়াম লীগের সদস্য রেজাউল করিম রেজনু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিকে রুখে দিতে বিএনপি-জামায়াত অগ্নিসংযোগ ও সন্ত্রাস-নৈরাজ্য সৃষ্টি করছে। তারা অবরোধ ডেকে গা-ঢাকা দিয়ে ঘুমাচ্ছে। তাদের অবরোধ ব্যর্থ হয়ে গেছে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠন সর্বদা মাঠে রয়েছে। বিএনপি-জামায়াতের সব ষড়যন্ত্রকে প্রতিহত করে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।
জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ উপজেলা শহরগুলোয় মোতায়েন রয়েছে পর্যাপ্ত সংখ্যক পুলিশ।