এনডিবি থেকে ঋণ পেতে জাতীয় সংসদে বিল পাস
ব্রিকস জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) থেকে অন্য মুদ্রায় ঋণ নেওয়ার সুবিধা পেতে জাতীয় সংসদে ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩’ পাস হয়েছে। অর্থমন্ত্রীর পক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক আজ বুধবার (১ নভেম্বর) সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন। রিজার্ভে টান ও ডলার বাজারের অস্থিরতার মধ্যে এই আইনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, “ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ-আফ্রিকার সমন্বয়ে গঠিত ব্রিকস জোট ২০১৪ সালে অনুষ্ঠিত ষষ্ঠ শীর্ষ সম্মেলনে ‘এগ্রিমেন্ট অন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ স্বাক্ষরের মাধ্যমে এনডিবি নামক একটি বহুজাতিক ব্যাংক প্রতিষ্ঠা করে। এই ব্যাংকের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য উন্নয়নশীল দেশসমূহের অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান। বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ মোট আটটি দেশ এর সদস্য।”
আনিসুল হক বলেন, ‘এনডিবির সদস্য হলে ডলার ছাড়াও অন্য মুদ্রায় ঋণ পাওয়া যাবে। তাই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বিল-২০২৩ জাতীয় সংসদে আনা হয়েছে।’