প্রকল্পের আগেই সম্ভাব্যতা যাচাইয়ের আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর
বিভিন্ন প্রকল্প নেওয়ার আগে যথাযথভাবে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রকৌশলীদের আহ্বান জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘প্রকল্প বাস্তবায়নের আগে সে প্রকল্প থেকে কি পরিমাণ রিটার্ন আসবে, কি পরিমাণ মানুষ উপকারভোগী হবে, তা যথাযথভাবে মূল্যায়ন করা উচিত।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় আজ বুধবার (১ নভেম্বর) তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, ‘গ্রামীণ অবকাঠামোসহ রাস্তাঘাটের উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীরা অক্লান্ত পরিশ্রম করে। প্রকৌশলীরা যেহেতু গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ করেন, সেহেতু একটি প্রকল্প আপামর জনসাধারণের জীবনে ইতিবাচক কি পরিবর্তন আনবে তার সঠিক বিবেচনা থাকা উচিত।’
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আজকের বাংলাদেশের যে পরিবর্তন তার সম্ভব হয়েছে নানামুখী প্রচেষ্টার ফলে। বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ফলে যে অগ্রগতি সাধিত হয়েছে তাতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রাম প্রধান বাংলাদেশের জালের মত ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো রাস্তাঘাট প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পাকা করা হয়েছে। এতে প্রত্যন্ত অঞ্চলে যোগাযোগের সুবিধাই শুধু তৈরি হয়নি, গ্রামীণ অর্থনীতিতেও প্রাণসঞ্চার হয়েছে।’
প্রকৌশলীদের সমাজে সম্মানের চোখে দেখা হয় জানিয়ে মন্ত্রী বলেন, ‘ছাত্র-ছাত্রীদের মধ্যে অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরাই প্রকৌশল পেশাকে বেছে নেয়। আপনাদের কাছ থেকে দেশ ও সমাজ অনেক কিছু আশা করে। আপনারা কি করেন এবং কীভাবে চলেন তা সমাজের কাছে আদর্শ হিসেবে বিবেচিত হয়।’
প্রকৌশলীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে তাজুল ইসলাম বলেন, ‘আমার মেয়াদ প্রায় শেষ। স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে আপনাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আপনাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি বলেই আমার পক্ষে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা সম্ভব হয়েছে। আমি মন্ত্রী থাকি বা না থাকি আপনাদের অর্জিত জ্ঞান আপনারা দেশের উন্নয়নে ভবিষ্যতেও কাজে লাগাবেন।’