অবরোধের তৃতীয় দিনে যা বললেন এবি পার্টির নেতারা
অবরোধের তৃতীয় দিনেও সংহতি জানিয়ে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)। অন্যান্য দিনের মতো আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকেই নেতাকর্মীরা বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন সড়কে জমায়েত হন। তারা সেখানে অবরোধের সমর্থনে স্লোগান দেন এবং হামলা, সন্ত্রাস ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে নিজেদের সংহতি প্রকাশ করেন।
এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী সর্বাত্মক অবরোধ সফলের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষকে ভয় দেখিয়ে সাময়িক কণ্ঠরোধ করা সম্ভব হলেও মৌন সমর্থন দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন—এ সরকারের কোনো বৈধতা নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবি পার্টি লড়াই সংগ্রাম চালিয়ে যাবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী দিনে যে কোনো কর্মসূচিকে সফল করে তোলার জন্য দেশবাসীর সমর্থন কামনা করেন।
প্রতিবাদী অবস্থানকালে দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, অধিকারহারা বাংলার মানুষ আজ অতিষ্ঠ। গুলি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি করা হয়েছে তা কেউ ভুলবে না। সময়মতো সব কিছুর জবাব দেবে মজলুম জনতা।
মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগনেতাদের বক্তব্য শুনে মনে হয় তারা জনগণকে মেরে, কেটে, গুলি করে, জোর জবরদস্তি করে চিরদিন ক্ষমতা আঁকড়ে থাকবেন। এই ক্ষমতার মসনদ একদিন টলবেই, অতীতের স্বৈরাচারদের মতোই একই পরিণতি হবে বর্তমান ফ্যাসিস্টদের। মঞ্জু হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়মতান্ত্রিক রাজনীতির পথ বন্ধ করে দিলে আবারও গুপ্ত রাজনীতির উত্থান ঘটবে এবং এর দায় নিতে হবে আওয়ামী লীগকে।
সংহতি ও বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, যুবপার্টির সদস্য সচিব শাহাদাতুল্লাহ টুটুল, মহানগর উত্তরের সদস্য সচিব ফিরোজ কবির, যুবপার্টির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আলী নাসের খান, যুবপার্টি দক্ষিণের আহবায়ক তোফাজ্জল হোসেন রমিজ, কেন্দ্রীয় সহকারী অর্থ সম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, মহানগর উত্তরের সংগঠক আব্দুর রব জামিল, রুনা হোসাইন, জেসমিন আক্তার মুক্তা, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহজাহান বেপারী, আমেনা বেগম, এনামুল হক, অ্যাডভোকেট উদয় তাসমীর, যুবপার্টি মহানগর উত্তরের সদস্য সচিব শাহিনুর আক্তার শীলা, সাবেক ছাত্রনেতা রিপন মাহমুদ প্রমুখ।