ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ
ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ আজ রাত ১২টায়। তাই আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরায় ব্যস্ত হয়ে পড়েছে জেলেরা। একই সঙ্গে সরব মাছের আড়তগুলোও।
মা ইলিশ রক্ষায় মৎস্য অধিদপ্তর গত ১২ অক্টোবর ২২ দিনের এই নিষেজ্ঞা দেয়। যা আজ দিনগত মধ্যরাত ১২টা ১ মিনিটে উঠে যাচ্ছে।
মৎস্য অধিদপ্তর ভোলার দেওয়া তথ্য মতে, গত ২২ দিনে ৪৬৯ জেলেকে আটক করা হয়েছে নিষিদ্ধ সময় ইলিশ শিকারের দায়ে। এর মধ্যে ১৩৫ জনকে জরিমানা, ২০৬ জনকে জেল ও ১২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ৬৬টি ট্রলার ও নৌকা জব্দ করা হয়। ১৯ লাখ ৯১৯ মিটার জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। আর তিন মেট্রিক টনের বেশি ইলিশ জব্দ করে তা এতিমখান ও দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় এই অভিযানে।
এ বিষয় জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সবার সহযোগিতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সক্ষম হয়েছি। এর ফলে এ বছর এবং আগামী বছর নদীতে ইলিশের দেখা পাবে জেলেরা।’