লেবার পার্টির মিছিলে পুলিশের হামলার অভিযোগ
নির্দলীয় সরকারের একদফা দাবিতে অবরোধ সমর্থনে মিছিলের প্রস্তুতির সময় পুলিশেল হামলার অভিযোগ করেছে লেবার পার্টি। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে রাজধানীর পুরানা পল্টনে মিছিল করার প্রস্তুতি নেয় লেবার পার্টি। এ সময় তাদের ওপর হামলা ও একজনকে আটক করে বলে অভিযোগ করেছে দলটি।
লেবার পার্টির নেতারা অভিযোগ করে বলেন, ‘পুলিশের হামলায় তিন নেতাকর্মী আহত হয়েছেন। পুরানা পল্টনের হাউজ বিল্ডিং গলি থেকে ঢাকা নগর লেবার পার্টির সদস্য মো. মামুন হোসেনকে আটক করে পুলিশ।’
ঢাকা মহানগর লেবার পার্টির নেতা মামুনকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মহানগর সভাপতি এস এম ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক মো. আরিফ সরকার।