পুলিশ কনস্টেবল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পুলিশের কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামি আপন আহম্মেদকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার (১ নভেম্বর) দিনগত রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আপন আহম্মেদকে সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়। তিনি পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামি। তাঁর বাড়ি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকায়। তিনি গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে এসে আশ্রয় নেন।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আপনকে গ্রেপ্তারে যৌথ অভিযান চালায় ঢাকা জেলা পুলিশ ও গলাচিপা থানা পুলিশ। গতকাল গভীর রাতে কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন জুয়েল জানান, আপনের বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।