অবরোধের সমর্থনে ঢাকায় বিএনপির মিছিল
বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) ছিল শেষ দিন। এদিন ফের ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে দলটি। আগামী রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধের ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর আগে ও পরে অবরোধের সমর্থনে বিএনপি ও তার অঙ্গসংগঠন রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে। একইসঙ্গে তারা দলীয় নেতাকর্মীদের আটকের অভিযোগ তুলেছে।
মহানগর দক্ষিণের সূত্রাপুর, গেন্ডারিয়া, ধানমণ্ডি, কদমতলী, শ্যামপুর, যাত্রাবাড়ী, ওয়ারী, লালবাগ, কামরাঙ্গীর চর, কলাবাগানসহ বিভিন্ন থানায় অবরোধের সমর্থনে মিছিল বের করে বিএনপি। বিএনপির অভিযোগ তাদের মিছিলে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালায়। হামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়। তারা আরও দাবি করে, এদিন তাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সূত্রাপুর-গেন্ডারিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগমগঞ্জ নুর মসজিদের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলটি দয়াগঞ্জ হয়ে ফারুক সড়কের দিকে অগ্রসর হলে পুলিশ হামলা করে বলে দাবি করেছেন দলটির নেতাকর্মীরা। তাদের দাবি, ওই মিছিল থেকে ৪০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুবূর রহমানসহ কয়েকজনকে আটক করা হয়।
ধানমণ্ডি-কলাবাগান থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সম্মিলিত অংশগ্রহণে ল্যাব এইড হাসপাতালের পাশ থেকে অবরোধের সমর্থনে মিছিল বের হয়। সেখানে তারা হামলার শিকার হয় বলে দাবি উঠেছে। এ সময় কলাবাগান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ কিবরিয়া লাকিসহ কয়েকজন নেতাকর্মীকে আটকেরও অভিযোগ ওঠে।
এ ছাড়া নগরীর বিভিন্নস্থান থেকে বিএনপিনেতা কামরুল হাসান ( ভুট্টু পাঠান) ৫১ নং ওয়ার্ড যুবদল সভাপতি আমিনুল, যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ড বিএনপিনেতা আনিসুর রহমান জিতু ও তার ভাই সুমন, ডেমরা থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রানা, ৭০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইদুলকে আটক করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।