মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী
মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে মতিঝিল গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগারগাঁও স্টেশন থেকে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়েন তিনি। এ সময় সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পথ হারায়নি। যেটা আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের সাধারণ মানুষ সবাই যাতে মেট্রোরেলে যাতায়াত করতে পারে, জ্যাম থেকে যেন মুক্তি পায়, কর্মঘণ্টা বাঁচে ও সাধারণ মানুষের যেন আর্থিকভাবে ক্ষতি না হয় এবং সময়ের সাথে যেন চলতে পারে সে উদ্দেশ্য নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। আমি খুবি আনন্দিত, আজকে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালু করতে পারছি এবং আমরা সামনে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এটা বর্ধিত করবো।
আজও মেট্রোরেলের চালক ছিলেন মরিয়ম আফিজা। আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে আগারগাঁও-মতিঝিল অংশটি যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওইদিন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলবে স্বপ্নের এ উড়াল ট্রেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. এম এন এ সিদ্দিক জানান, প্রধানমন্ত্রী শনিবার এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। এ লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে।
এদিকে, রাজধানীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর শনিবার মেট্রোরেল চলাচল করে। তবে, আজ শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলে চলাচল বন্ধ রয়েছে।
গত ১ নভেম্বর র্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি লাইন-৬) এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে এমআরটি লাইন-৫ অর্থাৎ হেমায়েতপুর থেকে ঢাকার ভাটারা পর্যন্ত মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধনও করবেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৪ নভেম্বর মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
এতে আরও বলা হয়, আগামী ৫ নভেম্বর সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধু সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলাচল করবে।
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।