বাংলাদেশ পথ হারায়নি, বড় বড় স্বপ্ন পূরণ করছি : প্রধানমন্ত্রী
আমরা বড় বড় স্বপ্ন পূরণ করছি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ পথ হারায়নি। আমি খুব আনন্দিত আজ (শনিবার) উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করতে পেরেছি। আজ শনিবার (৪ নভেম্বর) আগারগাঁও মেট্রো স্টেশনে উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের সাধারণ মানুষ সবাই যাতে মেট্রোরেলে যাতায়াত করতে পারে এবং জ্যাম থেকে মুক্তি পায়। এছাড়া, কর্মঘণ্টা বাঁচে এবং সাধারণ মানুষের যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় ও লাভবান হয় এবং সময়ের সাথে যেন সবাই চলতে পারে, সে উদ্দেশ্য নিয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি খুবি আনন্দিত, আজকে উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল চালু করতে পারছি এবং আমরা সামনে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এটার বর্ধিত করবো। জাপান সরকারকেও ধন্যবাদ জানাই। তারাও এই কাজে সম্পৃক্ত ছিল। এটি উন্নত প্রযুক্তির ও পরিবেশবান্ধব। ফলে সময় বাঁচবে, যানজট কমবে। মানুষের কাছে আমার একটাই চাওয়া, সবাই যেন স্বাধীন দেশের আত্মমর্যাদা নিয়ে চলে। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসী ও দুর্বৃত্তপরায়ণদের প্রত্যাখ্যান করে।’
স্বপ্নের মেট্রোরেলে বসে সংবাদমাধ্যমে অনুভূতি ব্যক্ত করেন প্রধানমন্ত্রী বলেন, ‘এতটুকু বলতে পারি, পথ হারায়নি বাংলাদেশ। আমরা একের পর এক বড় বড় স্বপ্ন পূরণ করছি। দেশকে নিয়ে আরও অনেক পরিকল্পনা আছে আমার। একটা উন্নত দেশ যা যা পেয়েছে, আমাদের দেশের মানুষও সবই পাবে। আমরা জাতিকে শিক্ষা দীক্ষা জ্ঞান-বিজ্ঞানে উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে চাই। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। স্মার্ট জনগোষ্ঠী, স্মার্ট সরকার, স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি। এটাই আমার বড় আকাঙ্ক্ষা। বাংলাদেশ কারও কাছে হাত পেতে চলবে না। নিজের পায়ে দাঁড়াবে, বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে মাথা উঁচু করে চলবো।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার বাবা বাঙালি জাতির একটা উন্নত সমৃদ্ধ জীবন দেবেন বলেই এ দেশকে স্বাধীন করেছেন। আমার একটাই প্রত্যয়, আমি বাবার স্বপ্ন বাস্তবায়ন করবো। আমার আমিত্ব বলে কিছু নেই আমি আমাকে উৎসর্গ করেছি, এদেশের মানুষের কল্যাণে। মানুষ যখন শান্তি পাবে, তখন আমার বাবাও শান্তি পাবে, তিনি খুশি হবেন, তিনি নিশ্চয় সেটা দেখছেন।’
আজও মেট্রোরেলের চালক ছিলেন মরিয়ম আফিজা। আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে আগারগাঁও-মতিঝিল অংশটি যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ওইদিন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত চলবে স্বপ্নের এ উড়াল ট্রেন।
প্রধানমন্ত্রী আজ (শনিবার) মতিঝিল থেকে এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। এ লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ হবে।
অপরদিকে, রাজধানীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শুক্রবার সাপ্তাহিক বন্ধের পর আজ শনিবারও (৪ নভেম্বর) আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেলে চলাচল বন্ধ রয়েছে। তবে আগামীকাল রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল করবে। অন্যদিকে আগারগাঁও-মতিঝিল রুটে শুধু সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলাচল করবে।
বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল লাইন নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে সরকার।