অবরোধের আগের রাতে ছয়টি বাসে আগুন
রাজধানীতে চারটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও ভোলায় আরও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ১২টার আগ পর্যন্ত এ ঘটনাগুলো ঘটেছে।
শনিবার রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এনটিভি অনলাইনকে বলেছিলেন, সন্ধ্যায় রাজধানীতে তিনটি বাসে আগুন লাগে। এরমধ্যে একটি গ্রিন ইউনিভার্সিটির বাস ছিল। এসব বাসে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, সন্ধ্যা ৭টা ৩৫ থেকে পরবর্তী ২০ মিনিটে এসব ঘটনা ঘটে।
রোজিনা আক্তার জানান, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রথম আগুনের তথ্য পান তারা। এর এক মিনিট পর গাউসিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামের আরও একটি বাসে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপথের মোড়ে রাইদা পরিবহণের একটি বাসে আগুনের তথ্য পান তারা।
এক প্রশ্নের উত্তরে রোজিনা আক্তার বলেন, বাসগুলোতে কেউ আগুন দিয়েছে না কি অন্য কোনোভাবে লেগেছে তা এখনও জানা যায়নি।
এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার শাহজাহান শিকদার বলেন, শনিবার রাত ১০ টার দিকে খবর পাই, গুলিস্তানের পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহণের একটা যাত্রীবাহী বাসে আগুন লাগে। রাত ১১ টা ৫২ মিনিটে খবর পাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অনাবিল পরিবহণের একটা যাত্রীবাহী বাসে ও ভোলার চরফ্যাশন সদরে একটি বাসে আগুন দেওয়ার সংবাদ শুনতে পাই রাত ১১ য়া ৪২ মিনিটে। তবে, বাসটির নাম জানা যায়নি। এমনকি, কারা আগুন দিয়েছে, তাও জানা যায়নি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আজ রোববার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করছে।