দিনাজপুরে আন্তর্জাতিক বিএসএসআর সম্মেলন শুরু ১০ নভেম্বর
দিনাজপুরে দুই দিনব্যাপী তৃতীয় বিএসএসসিআর আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে আগামী শুক্রবার (১০ নভেম্বর)। বাংলাদেশ সোসাইটি ফর দ্য স্টাডি অব কালচার অ্যান্ড রিলিজিয়নের (বিএসএসসিআর) আয়োজনে এবারের সম্মেলনের বিষয়বস্তু ‘বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণ : দক্ষিণ এশিয়ার সংস্কৃতিক ঐতিহ্য’। এতে অংশ নেবেন তিন দেশের শতাধিক গবেষক ও লেখক।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান বিএসএসসিআরের মহাসচিব অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিন ১০ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান এবং ১১ নভেম্বর সমাপনী অনুষ্ঠান হবে। সম্মেলনে তিনটি দেশের ৭০টি গবেষণা প্রবন্ধ ১২টি প্যারালাল সেসনে উপস্থাপন করা হবে।
এ সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি বিশেষজ্ঞ প্রত্নতত্ত্ববিদ, ঐতিহাসিক, নৃতত্ত্ববিদ, ভাষাবিদ, সাহিত্যিক, সমাজ বিজ্ঞানী ও অর্থনীতিবিদের মধ্যে টেকসই সম্পর্ক ও পরিবেশ সৃষ্টির পাশাপাশি বিশ্বের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের মধ্যে সুসম্পর্ক স্থাপন এবং সাংস্কৃতিক সম্পর্ক তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজক প্রতিষ্ঠানের মহাসচিব অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান লীনা বলেন, 'বিএসএসসিআরের সঙ্গে যুক্ত রয়েছে হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইয়েল, অস্ট্রোলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, টোকিও ইউনিভার্সিটিসহ পৃথিবীর ৮৫টি দেশের ৬০০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসএসসিআরের সহসভাপতি এশিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওসমান গনি, তৃতীয় বিএসএসসিআর আন্তর্জাতিক সম্মেলনের স্থানীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলী ছায়েদ, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ হোসেন, সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, সঙ্গীত কলেজের উপাধ্যক্ষ ড. মারুফা বেগম, ইতিহাস সম্মিলনীর জেলা ইউনিটের সম্পাদক বিধান কুমার দত্ত, লেখেক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, সেন্টার ফর হেরিটেজ স্টাডিজের প্রশাসনিক পরিচালক ডা. সোনিয়া হাইসহ অন্যান্যরা।