খুলনা সিটির প্রথম মেয়র সিরাজুল আর নেই
খুলনা পৌরসভার সর্বশেষ নির্বাচিত চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিভিন্ন অসুখে অসুস্থ সিরাজুল ইসলাম আজ রোববার (৫ নভেম্বর) ভোরে নগরীর ৬৭নং হাজী মহসিন রোডের নিজ বাসায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বাবা।’
মুসলিম লীগের নেতা সিরাজুল ইসলামের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল মোহাম্মদ নগর ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। মুসলিম লীগের জেলা সভাপতিও ছিলেন তিনি। আজ বাদ আছর খুলনার শহীদ হাদিস পার্কে সিরাজুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে।