আপিল বিভাগে বিচারকাজ পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে এসে আপিল বিভাগে বসে বাংলাদেশের বিচারকাজ পর্যবেক্ষণ করলেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম।
আজ রোববার (৫ নভেম্বর) বেলা ১১টা ৪২ মিনিটে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে বসে মালদ্বীপের প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনা পর্যবেক্ষণ করেন। এ সময় আপিল বিভাগের বেঞ্চে বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আশফাকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিচারকাজ শুরুর পূর্বে মালদ্বীপের প্রধান বিচারপতিকে পরিচয় করিয়ে দেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে দুপুর ১২টা ৭ মিনিটে তিনি এজলাস ছেড়ে যান। এর আগে হাইকোর্টের একাধিক বেঞ্চেও বিচারকাজ পরিদর্শন করেন মালদ্বীপের প্রধান বিচারপতি।
সংবিধান ও সুপ্রিম কোর্টের ৫০ বছর পূর্তির সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে এসেছেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম। গতকাল শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে বিকেলে সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজ. আহমেদ মুথাসিম। এ অনিষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।