অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল
বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোর দ্বিতীয় দফার অবরোধের সমর্থনে মিছিল করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
আজ রোববার (৫ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মিছিলটি রাজধানীর বিজয় নগর পানির ট্যাংকি থেকে পল্টন মোড় ঘুরে আবার একই জায়গায় গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ এলডিপির সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজিসহ অন্যান্যরা।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির বলেন, ‘আজকে আওয়ামী লীগ বাকশালে পরিণত হয়েছে। তারা দেশ ও দেশের মানুষের ভালো চায় না। আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ, ভোটের নামে প্রতারণা, ব্যক্তি শেখ হাসিনার ফ্যাসিবাদী আচরণ দেশের মানুষকে আজকে এই এক দফার দিকে ঠেলে দিয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনোমতেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠেছে।’