ঢাকার বাইরে এখনও ডেঙ্গুর প্রকোপ, দেশে আরও ১৫ মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ থামছেই না। আগে রাজধানীতে এ রোগো আক্রান্ত হয়ে বেশি হাসপাতালে ভর্তি হচ্ছিল। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। এখনও সারা দেশে সাড়ে ছয় হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তির সংখ্যা দুই হাজার ১০৩ জন। তার মধ্যে এক হাজার ৬৭০ জন ঢাকার বাইরের। আর ঢাকা সিটিতে ভর্তি হয়েছে ৪৩৩ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ জন। এদের মধ্যে ঢাকা সিটিতে নয়জন ও ঢাকার বাইরে ছয়জন।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ছয় হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৮১৫ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে চার হাজার ৮৮৯ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে দুই লাখ ৭৯ হাজার ৯০৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে এক লাখ এক হাজার ১৫০ এবং ঢাকার বাইরে এক লাখ ৭৮ হাজার ৭৫৪ জন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এক হাজার ৪০৮ জন মারা গেছে। এদের মধ্যে ঢাকা সিটিতে ৮৩৫ জন ও ঢাকার বাইরে ৭৭৩ জন।
অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই লাখ ৭১ হাজার ৭৯২ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৮ হাজার ৫০০ এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন এক লাখ ৭৩ হাজার ২৯২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে দুই হাজার ২০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৪৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছে এক হাজার ৫৭৪ জন।