মোংলায় আগুন জ্বালিয়ে বিএনপির মহাসড়ক অবরোধ
বিএনপির ডাকা দুদিনের অবরোধ কর্মসূচির শেষ দিনে মোংলা-খুলনা মহাসড়ক আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। আজ সোমবার (৬ নভেম্বর) ভোরে মহাসড়কের ভাগা ও রনসেন এলাকায় গাছের ডালপালা ও শুকনা পাতায় আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে অবশ্য মহাসড়ক থেকে সরে যায় দলটির নেতাকর্মীরা।
এদিকে, গতকাল রোববার রাতে মোংলার কবরস্থান ও দিগরাজ এলাকা থেকে বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, গ্রেপ্তার ও আটকের আতঙ্কে ঘরছাড়া মোংলা ও রামপালের বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি তাদের ধরতে বাড়িতে বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত কয়েকদিনে মোংলা ও রামপালের প্রায় অর্ধশত বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তবে, দলটির নেতাকর্মীদের অভিযোগ, যেসব মামলায় গ্রেপ্তার করা হচ্ছে সেগুলো মিথ্যে। পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বলে জানিয়েছেন তারা।
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘কাল্পনিক ও মিথ্যা মামলায় পুলিশ প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। বাড়ি বাড়ি তল্লাশি ও আতঙ্ক সৃষ্টি করে চলেছে।’ পুলিশ অমানবিক কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তারা সকলেই বিভিন্ন মামলার আসামি।’