ঢাবির টয়েলেটে মিলল ককটেল সদৃশ বস্তু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ওয়াশরুমে আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে ককটেল সদৃশ এই বস্তু পাওয়া যায়। পরে শাহবাগ থানা পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট তা উদ্ধার করে।
এসব তথ্য নিশ্চিত করে ঢাবির সহকারী প্রক্টর মুহাম্মদ বদরুল হাসান বলেন, ‘ককটেল সদৃশ বস্তুগুলো নিষ্ক্রিয় করতে সেগুলো উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।’
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ সকালে কলা ভবনের নিচতলায় ১১০৬ নম্বর কক্ষের পাশের টয়েলেটে নিরাপত্তা প্রহরী আলী হোসেন দুটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি প্রক্টর অফিসে জানান তিনি। পরে প্রক্টর অফিস শাহবাগ থানায় অবহিত করে এবং তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে নিয়ে যায়।
বদরুল হাসান বলেন, ‘ঘটনাটি আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরসহ সংশ্লিষ্টদেরকে জানিয়েছি। এ ঘটনায় আমরা কলা ভবনের নিরাপত্তা প্রহরী হিসেবে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে ডাকা হবে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে। কেউ শনাক্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’