পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল হক পারভেজকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি করছে পুলিশ। তবে, প্রাথমিকভাবে গ্রেপ্তার আসামির নাম জানানো হয়নি।
সোমবার (৬ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে এই আসামিকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ডিএমপির উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেন।
ফারুক হোসেন বলেন, ‘পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান।’
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। এদিন পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। সেই সংঘর্ষে নিহত হন কনস্টেবল আমিরুল। এ ঘটনায় ২৮ অক্টোবর রাতেই পল্টন থানায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) মিরপুর বিভাগের উপপরিদর্শক (এসআই) মাসুক মিয়া।