জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে সুকান্ত মণ্ডল (৫৫) নামে এক দর্জি নিহত এবং উভয় পক্ষের কমপক্ষেপক্ষে ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শহরতলীর লতিফপুর ইউনিয়নের ঘোচেরচর মধ্যপাড়ায় গতকাল দিনতগ রাতে এ সংঘর্ষ হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বংশীয় চাচাতো ভাইদের সঙ্গে সংঘর্ষে সুশান্ত মণ্ডল নামে এক দর্জি নিহত হয়েছেন।
নিহত সুকান্ত মণ্ডলের কলেজপড়ুয়া ছেলে জয় মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে তাঁদের প্রতিবেশী মলয় মণ্ডল, উজ্জ্বল মণ্ডল, মৃণাল মণ্ডল, অমর মণ্ডল ও সরস্বতী মণ্ডলের সঙ্গে বসতবাড়ির জমির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধ চলে আসছিল। পাঁচ দিন আগে তাঁর বাবা সুশান্ত মণ্ডল বাড়ির পাশে একটি রান্নাঘর তোলেন। এ নিয়ে গতকাল রাত ১০টার দিকে প্রতিবেশী চাচা মলয় মণ্ডল, মৃণাল মণ্ডল, রঞ্জন মণ্ডলদের সঙ্গে তাঁর বাবার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনার এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে তাঁর বাবা সুশান্ত মণ্ডল, মা রিক্তা মণ্ডল (৫০), ভাই জয়ন্ত মণ্ডল (১৮), তিনিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংকটজনক অবস্থায় সুশান্ত মণ্ডলকে রাত ১১টার দিকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশো শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি ভোররাত ৩টার দিকে মারা যান।
পরে স্বজনরা মরদেহ সদর থানায় নিয়ে এলে আজ সকালে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা এবং কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান ওসি।