আশুলিয়া শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতি, সতর্ক পুলিশ-বিজিবি
মজুরি বৃদ্ধির দাবিতে আজও অস্থিরতা বিরাজ করছে আশুলিয়ার শিল্পাঞ্চলে। শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকরা কাজ বন্ধ রেখে অবস্থান নিয়েছেন বাইপাইল-আশুলিয়া সড়কে। গোটা শিল্পাঞ্চলে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
এই পরিস্থিতিতে সতর্ক অবস্থায় রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়ন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের। বাড়ানো হয়েছে বিজিবি ও পুলিশের এপিসির টহল। প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জল কামান। প্রতিটি মুহূর্ত মনিটরিং করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় তৈরি পোশাক শ্রমিকরা কারখানায় প্রবেশ করেন। ঘোষিত ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে কাজ না করেই হাজিরা দিয়ে তারা নেমে আসেন সড়কে। বেলা বাড়ার সাথে ধীরে ধীরে অন্যান্য গার্মেন্টসের শ্রমিকরাও কাজে যোগদান না করেই বের হয়ে আসতে থাকেন কারখানা থেকে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি জানান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পুলিশকে সর্বোচ্চ সংযম এবং ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার নির্দেশনা দেয়া হয়েছে। তবে কেউ তৈরি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর করে বড় ধরনের কোনো নাশকতার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
আব্দুল্লাহিল কাফি আরও জানান, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।