তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন আজ, সতর্ক অবস্থানে আ.লীগ
তৃতীয় দফায় ডাকা বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলোর অবরোধ শেষ হবে আগামীকাল শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়। তার আগে আজ বৃহস্পতিবার সকাল থেকেই বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মীদের। অবস্থান নেওয়ার পাশাপাশি বিএনপি ও অবরোধবিরোধী স্লোগান দেন তারা।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
গত ৬ নভেম্বর আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে তৃতীয় দফায় অবরোধের ডাক দে বিএনপি। ৪৮ ঘণ্টার এই অবরোধ শেষ হবে আগামীকাল শুক্রবার ভোর ৬টায়।
এর আগে গত ৩১ অক্টোবর ভোর ৬টা থেকে সারা দেশে তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করে বিএনপিসহ বেশ কয়েকটি বিরোধী দল। তিন দিনের অবরোধের শেষ দিন ২ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ফের ৪৮ ঘণ্টা সর্বাত্মক অবরোধ ঘোষণা দেন। দ্বিতীয় দফার সেই অবরোধ শেষ হচ্ছে তৃতীয় দফায় গতকাল বুধবার ভোর ৬টা থেকে শুরু হয় অবরোধ।