আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু
আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ধারণা করা হচ্ছে, এ বৈঠক থেকেই গঠিত হতে পারে দলটির নির্বাচন পরিচালনা উপকমিটি। এ ছাড়া আসন্ন নির্বাচন ঘিরে প্রচার ও অর্থ উপকমিটির সদস্যদের নামও আসতে পারে ঘোষণায়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে চেয়ারম্যান ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদস্য সচিব ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া কমিটিতে দলের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা ছিলেন।
গত তিন জাতীয় নির্বাচনে দলের নির্বাচন পরিচালনা কমিটিতে কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য হোসেন তৌফিক (এইচ টি) ইমাম। তার মৃত্যুতে এই পদটি শূন্য হয়। সাবেক কয়েকজন শীর্ষ আমলার নাম এ পদের জন্য শোনা গেলেও এখন পর্যন্ত কাউকেই দায়িত্ব দেওয়া হয়নি।
এবার নির্বাচন পরিচালনা উপকমিটিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ আরও কয়েকজন এ কমিটিতে থাকতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
১৯৯৬ সালে নির্বাচনের আগে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানে পদটি আলোচনায় আসে। তখন সাবেক সচিব শাহ এ এম এস কিবরিয়াকে কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও কমিটির কো-চেয়ারম্যান ছিলেন তিনি। তার মৃত্যুর পর এইচ টি ইমাম নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পান। এরপর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে কো-চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।