ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, তিনজন আহত
নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিনজন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে দুজনের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হলেন—গোলজার হোসেন, মাসুদ রানা ও জহুরুল ইসলাম। ধামইরহাট থানার পুলিশ বলছে, তারা ধামইরহাট যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে গ্রাম থেকে ধামইরহাট সদরে আসছিলেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, বেলা সাড়ে ১১ টার দিকে ধামইরহাট থেকে স্থানীয় জগদল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যাচ্ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। পথে বিপরীত দিক থেকে তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল আসছিল। এ সময় ইউএনওর গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুত্বর আহত হন।
আহতদের ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু, মাসুদ রানা ও গোলজার হোসেনের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের রামেক হাসপাতালে স্থানান্তর করেন।
ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের কাছে জানতে চাইলে তিনি জানান, আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের মধ্যে দুজনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদের মধ্যে গুলজার হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ওসি বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।