রাজধানীর ফার্মগেটে ককটেল বিষ্ফোরণ, থমথমে এলাকা
রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বাবুল টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। যদিও এতে কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বলছে পুলিশ। যদিও এলাকা বেশ থমথমে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান শনিবার রাত সাড়ে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরণ হয়েছে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি।