বরিশালে বাসে আগুন, অবরোধের সমর্থনে মিছিল
বরিশালে অবরোধের সমর্থনে আজ বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ রোববার (১২ নভেম্বর) ভোরে নগরের কাশিপুর এলাকায় থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নগরী সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বাসে থাকা হেলপার আনোয়ার বলেন, ‘ভোরে চার-পাঁচজন লোক বাসে ঢুকে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। আমি চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভান। পুরো বাসটি আগুনে পুড়ে গেছে।’
রোববার সকালে নগরসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে ঝটিকা মিছিল এবং টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আফরোজা নাসরিন এ বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ ছাড়া নগরের লঞ্চঘাট এলাকায় ঝটিকা মিছিল করেছে ছাত্রদল। এ সময় তারা অবরোধ সফল করতে এবং সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
নগরের দুটি বাস টার্মিনাল ও লঞ্চঘাট থেকে বাস, লঞ্চ চলাচল করলেও যাত্রী নেই বললেই চলে। যাত্রী সংকটের কারণে অনেক লঞ্চ ও বাস ছেড়ে যেতে পারছে না।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। শহরে টহল বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।’