পদোন্নতি পেলেন ৪৬ সহকারী পুলিশ সুপার
অতিরিক্ত পুলিশ সুপার (ষষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি পেয়েছেন ৪৬ সহকারী পুলিশ সুপার (এএসপি)। আজ রোববার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব সিরাজুম মুনিরা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
পদোন্নতি প্রাপ্তরা হলেন—শেখ জয়নুদ্দীন, মো. সামছুদ্দিন ছালেহ আহম্মদ চৌধুলী, মো. মফিজ উদ্দিন, মোহা. রেজাউল হক, আমিনুল কবীর তরফদার, মো. কুদরত ই খুদা শুভ, মো. আসাদুজ্জামান, মো. সুমন রেজা, মো. জামিল আকতার, মোস্তাফিজুর রহমান, আবির হোসেন, মিজানুরর রহমান, মো. লাবীব আবদুল্লাহ, তানজিনা চৌধুরী, নাজিজা রহমান, মো. জাহিদ আহসান, এস এম জামিল আহমেদ, মোহাম্মদ তয়াছির জাহান বাবু, মো. আরিফ হোসেন, মো. হূমায়ুন কবির, লিপি রানী সিনহর, মুহাম্মদ রাইসুল ইসলাম,শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, মোহাম্মদ সাইফুল মালিক, কাজী মো. তারেক আজিজ,মুকুর চাকমা, সোহেল পারভেজ, প্রণব কুমার সরকার,মো. রওশন আলী,স্বজল কুমার সরকার, মো. জসিম উদ্দিন খান, মো. নাজিম উদ্দিন, ভূঁইয়া মাহবুব হাসান, মো. আজিজুল হক, মো. রওশন মোস্তফা, মু. ফখরুল ইসলাম, দীপক চন্দ্র মজুমদার, মো. মোস্তফা হারুন, মো. গোলাম ফারুক, মো. মিজানুর রহমান, মো. মাহবুবুল আলম, মোহা. আহসান হাবীব, মো. মতিয়ার রহমান, মো. আবদুর রব, মো. আব্দুস সাত্তার মন্ডল এবং মো. রেজাউল ইসলাম।