আ.লীগের শান্তি সমাবেশে সংঘর্ষ, আহত ৩
মুন্সীগঞ্জে সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের উন্নয়ন ও শান্তি সমাবেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আজ রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
জেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও কৃষকলীগ সরকারের উন্নয়ন তুলে ধরতে এ শান্তি সমাবেশের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল থেকেই শহরের প্রধান সড়কে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের অনুসারীদের আয়োজনে এ শান্তি সমাবেশ চলছিল। সন্ধ্যার কিছুক্ষণ আগে সেখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেলেন সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে পৌরসভার-৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্য ও ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসানের লোকজন বাকবিতন্ডায় জড়ায়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়।
আহতদের মধ্যে মোহাম্মদ সজলকে (২২) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোহাম্মদ রুবেলসহ দুজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন জানান, কর্মীদের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে জাহিদ হাসান জানান, এ ঘটনায় একজন গুরুতর আহতসহ তাঁর তিন কর্মী আহত হয়েছেন। মূলত চেয়ারে বসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, আহত দুজন হাসপাতালে এসেছিল। এরমধ্যে সজলের অবস্থা গুরুতর ছিল, তার মাথায় পিঠে এবং পায়ে দাঁড়ালো অস্ত্রের আঘাত ছিল। এখান থেকে রক্তক্ষরণ বন্ধ করে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। অপর আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই পক্ষের অন্তকোন্দলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনও কোনো পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।