দুদিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ
বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর চতুর্থ দফায় ডাকা দুদিনের অবরোধ কর্মসূচির শেষ দিন আজ সোমবার (১৩ নভেম্বর)। অবরোধের প্রথম দিন গতকাল রোববারও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে, কে বা কারা গড়িতে আগুন দিয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি, বিএনপির মহাসমাবেশে হামলা ও নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ অক্টোবর তিন দিনের অবরোধের ডাক দেয় বিএনপি। দলটির এই কর্মসূচিতে সমর্থন দেয় সমমনা কয়েকটি বিরোধী দল। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচি শেষে গত ২ নভেম্বর ফের দুদিনের অবরোধ কর্মসূচির ডাক দেয় বিএনপি। পরে বিএনপির দেখানো পথে হাঁটে জামায়াত। আর গত ৮ নভেম্বর তৃতীয় দফার অবরোধ শুরু হয়ে শেষ হয় গত শুক্রবার। আর চতুর্থ দফার অবরোধ গতকাল শুরু হয়ে শেষ হবে আজ।
এদিকে, বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকেও বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার বা আটক করা হয়েছে বলে জানিয়েছে এনটিভির প্রতিনিধিরা।
চতুর্থ দফার অবরোধের প্রথম দিনে রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। রাজধানীর সড়কগুলোতেও ছিল গণপরিবহণের স্বল্পতা। অবরোধের সমর্থনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গতকালই ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫২ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়।