ময়মনসিংহে নৌকার প্রচারণায় আ.লীগের জনসভা
বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে এবং নৌকার প্রচারণায় জনসভা করেছে আওয়ামী লীগ। ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এই জনসভা হয়।
জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা এ জনসভায় বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নৌকা মার্কায় ভোট চেয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।
জনসভায় বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নেই। এ সময় আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে নেতারা ময়মনসিংহ সদর আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে না দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তকে দেওয়ার জন্য শেখ হাসিনার প্রতি দাবি জানান।
পরে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের ছবি ও প্যানা-ফেস্টুন সম্বলিত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।