ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের তিন ওয়েলহেড কম্প্রেসার উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাস ফিল্ডে গ্যাসের চাপ স্বাভাবিক রেখে উত্তোলন ও সরবরাহের লক্ষ্যে তিতাস গ্যাস ফিল্ডের এ, ই ও জি লোকেশনে তিনটি ওয়েলহেড কম্প্রেসার স্থাপন করা হয়েছে। ১ হাজার ৮২২ কোটি টাকা ব্যয়ে এসব কম্প্রেসার স্থাপন করা হয়।
আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থাপনকৃত কম্প্রেসার তিনটির উদ্বোধন এবং লোকেশন ই ও লোকেশন জির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে তিতাস গ্যাস ফিল্ডের ‘এ’ লোকেশনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান, কোম্পানি সচিব হাবিবুর রহমান ও মহাব্যবস্থাপক (অপারেশন) উত্তম কুমার সরকারসহ তিতাস গ্যাস ফিল্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত জাতীয় গ্রিডে চাপের সাথে সমন্বয় রেখে তিতাস এবং নরসিংদী গ্যাস ফিল্ডের কূপগুলো থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহের লক্ষ্যে কম্প্রেসারগুলো স্থাপন করা হচ্ছে।
অনুষ্ঠান শেষে বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সুলতান জানান, তিতাস সহ অন্যান্য গ্যাস ফিল্ডের বন্ধ হয়ে যাওয়া কূপগুলো ওয়ার্কওভার এবং নতুন কয়েকটি কূপ খনন করা হচ্ছে।